থানচিতে অনাথ শিশুরা পেল কম্বল ও হুডি

বান্দরবানের থানচি উপজেলার দুই ইউনিয়নের অবস্থিত ৪টি এতিম ও অনাথালয় প্রতিষ্ঠানের শিশুরা পেল কম্বল ও বাচ্চাদের হুডি গেঞ্জি।

আজ রবিবার ৯ মার্চ সকালে সমাজ সেবা কার্যালয়ে ৪ টি অনাথ শিশুদের পরিচালিত প্রতিষ্ঠানের ৭০ টি শীতবস্ত্র কম্বল ও ৪০ টি হুডি গেঞ্জি বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের প্রাপ্ত উপজেলা সমাজ সেবা অধিদপ্তর মাধ্যমে শীতার্তদের (কম্বল, বাচ্চাদের হুডি) বিতরণ করা হয়েছে।

NewsDetails_03

বিতরনে সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অ:দা:) তানবির হাসান, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, অনাথ শিশুদের বাতিঘর করুনা শিশু সদনের পরিচালক ও উপজেলার ভিক্ষু সংঘে সংগঠনের সাধারণ সম্পাদক উ,গাইন্ডামালা মহাথের, মৈত্রি শিশু সদনের পরিচালক উ, ইউসারা ভিক্ষু, এতিম শিশুদের কুরআন শিক্ষা প্রতিষ্ঠান

মা-আরিফুল কুরআন মাদ্রাসা পরিচালক মোল্লানা জুবাইর আহম্মদ, ম্রো ভাষা শিক্ষা প্রতিষ্ঠান

আশার আলো শিশু সদন প্রতিষ্ঠানের পরিচালক মাংসার ম্রোসহ সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন