বান্দরবানের দুর্গম থানচির তংক্ষ্যং পাড়া থেকে অপহৃত তিনজনের মধ্যে দুইজনকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মির সদস্যরা । ছাড়া পাওয়া দুই নারী হলেন-আপ্রুমা মারমা (৪৪) ও একই পাড়ার বাসিন্দা মেনু প্রু মারমা (৩২)। রবিবার বিকেলে দুই জনকে ছেড়ে দিলেও অপহৃত করবারি আথুই মং মারমা’র এখনও খোঁজ মেলেনি । তবে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। থানচি থানার ভারপ্রান্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল সাক্তার জানান, নিখোঁজ তিনজনের মধ্যে দুজন তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে । প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে তংখং পাড়া ঘেরাও করে কারবারীসহ তিনজনকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। এদিকে অপহরণের খবর পেয়ে ওইদিনই উদ্ধার অভিযানে নামে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি ।