তাজিংডং পাহাড়ে অবৈধ ইটভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

purabi burmese market

বান্দরবানের তাজিংডং পাহাড়ের পাদদেশে ইটভাটা স্থাপনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে একটি সংগঠন ।

রবিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম সামাজিক ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

থানচি উপজেলার তাজিংডং পাাহাড়ের পাদদেশে প্রাতা পাড়াবাসীর চাষের জমি দখল করে অবৈধ ইটভাটা স্থাপনের প্রক্রিয়া বন্ধ করার প্রতিবাদে এই মানববন্ধন বলে জানিয়েছেন আয়োজকরা ।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বান্দরবান জেলায় ইটভাটার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ইটভাটার কারণে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে । পাশাপাশি জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে এই ইটভাটা।

এসময় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের বান্দরবান জেলা কমিটির আহবায়ক জুয়াম লিয়ান আমলাই বলেন, থানচি উপজেলার প্রাতা পাড়ায় ২৩ পরিবারের প্রায় ১ শত ১৮জন মানুষের বসবাস। এই পাড়ার পাশেই বাকতøাই ও সিমপ্লাপিং নামে দুটি ঝিড়ি রয়েছে।

dhaka tribune ad2

তিনি আরো জানান, এলাকাবাসীর সুপেয় পানির উৎস,দৈনন্দিন কাজ ও কৃষিকাজের জন্য একমাত্র পানির উৎস এই ঝিড়ি পাড়াটির পাশেই রয়েছে। কিন্তু দু:খজনক হলে ও সত্যি যে এই ঝিড়িটির পাশেই নতুন করে গড়ে ওঠছে পরিবেশ বিধ্বংসী ইটভাটা।

থেকে এসময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের বান্দরবান জেলা কমিটির আহবায়ক জুয়াম লিয়ান আমলাই,বম স্টুডেন্টস এসোসিয়েশনের হালু ইলুই বম,বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের নেত্রী জেমি তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের নেতা সমীরণ ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রাম সামাজিক ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দের প্রায় দুই শতাধিক সদস্যবৃন্দ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।