বান্দরবানের থানচি উপজেলায় অস্ত্র ও চাঁদাবাজি মামলায় জেলা জজ কোটে গ্রেপ্তারী পরোয়ানা জারির্কৃত আসামী মিলন চাকমাকে বৃহস্পতিবার সকাল ১০টা থানচির অনিল চেয়ারম্যান পাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে ২০১৬ সালে বান্দরবান জজ কোটে অস্ত্র ও চাঁদাবাজি মামলা হয়েছিল।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর সাক্তার পাহাড়বার্তাকে জানান, গোপন সংবাদ প্রেক্ষিতে উপজেলা অনিল চেয়ারম্যান পাড়ায় অভিযান চালিয়ে মিলন চাকমাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।