অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের কো-অডিনেটর জিয়া উদ্দীনের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ) এর সভাপত্বিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমা (অতিরিক্ত দ্বায়িত্বে থানচি) শামশুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সদর ইউপি সংরক্ষিত সদস্যা নুচিং প্রু মারমা, এনজিও প্রতিনিধি জাহানারা বেগম প্রমূখ ।
বক্তারা বলেন, প্রকল্পটি দাারিদ্র বিমোচনে সরকারের নেওয়া ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশে পাঁচ লক্ষ দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষন ইতিমধ্যে দেয়া হয়েছে এবং চলমান রয়েছে।
এসময় সরকারের নানা মুখি কার্যক্রম ডকোমেন্টরি ভিডিও প্রজেন্টেশন দেখানো হয়, বেকার কর্মসংস্থানের লক্ষ্যে নিজ কর্মের পাশপাশি আউন্টর্সোসিং মতামত তুলে ধরেন ।