থানচিতে আটকা পড়েছে ৩০ পর্যটক

থানচিতে নৌ চলাচল বন্ধ
চার দিনের টানা বর্ষনের কারনে সাংগু নদীতে পানি বৃদ্ধির কারনে বান্দরবানের থানচি উপজেলায় আটকা পড়েছে অন্তত ৩০ পর্যটক।
স্থানীয় সূত্রে জানা গেছে,প্রবল বর্ষনের কারনে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় থানচির রেমাক্রি, তিন্দু,বড় মদক ও ছোট মদকে নৌ চলাচল বন্ধ আছে। পাহাড়ি রাস্তায় চলাচল বিপদজনক হওয়ার কারনে থানচির পর্যটন রুট জিন্না পাড়াসহ বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা আটকা পরে।
এই ব্যাপারে থানচির পর্যটক গাইড জাহিদুল ইসলাম ইমন বলেন, থানচির জিন্না পাড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ২০জন পর্যটক আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি।
থানচি ও রুমার উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারনে নৌ পথে যাতায়ত ঝুঁকিপূর্ন হওয়ার কারনে গত শুক্রবার থেকে থানচির রেমাক্রি,তিন্দু,বড়পাথর, নাফাখুম ও রুমার তিনাপসাইতার, বগালেক, কেওক্রাডংসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক যাতায়তে বন্ধ রাখে উপজেলা প্রশাসন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়েরুল হক সোমবার রাত ৯.২১ মিনিটে ফোনে জানান, থানচির জিন্নাহ পাড়ায় ২৫ জন পর্যটক অবস্থান করছিল, তারমধ্যে আজ সন্ধ্যায় ৪ জন থানচি সদরে চলে আসে। তিনি আরো বলেন, থানচির রেমাক্রিতে আরো পর্যটক আটকা পড়তে পারে বলে আমরা ধারণা করছি।
প্রসঙ্গত, টানা চার দিনের ভারী বর্ষনের কারনে জেলার উপজেলা গুলোর বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ব্যাপক আশঙ্কা দেখা যাওয়ার কারনে ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয় প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন