থানচিতে আসামী গ্রেপ্তার

বান্দরবানের থানচি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২০১২ সালে লামা থানা এলাকার হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। তার নাম মুমিং মারমা। আদালতে গ্রেপ্তারী পরোয়ানাকৃত আসামীকে আজ মঙ্গলবার ১৪ জুন সকাল ১০ টায় থানচির ৪ নং বলিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মংনাই কারবারী পাড়া হতে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদে ভিত্তিত্বে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় নির্দেশে একই থানা উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো: খোরশেদ আলম ও কয়েকজন পুলিশের সদস্য নিয়ে বলিপাড়া ইউনিয়নে মংনাই মারমা কারবারী পাড়া অভিযান চালালে জেলা আদালতে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী মংনাই পাড়া বাসিন্দা মংনিং প্রু মারমা ছেলে মুমিং মারমা (৫০) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়।

থানচি থানা উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো: খোরশেদ আলম বলেন, বান্দরবানে লামা উপজেলায় ২০১২ সালে রুজু করা হত্যা মামলায় বান্দরবান জেলা আদালতে বিচারাধীন অবস্থায় আদালত তাঁকে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে। আদালতে নির্দেশ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।