বান্দরবানে থানচি উপজেলার একমাত্র ইটভাটা (এসবিএম) ইটভাটাকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ সোমবার (১৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে বান্দরবান জেলার থানচি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে (এসবিএম) নামীয় ইটভাটা সহকারী ম্যানেজার মো: আবুল জব্বারকে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনিক সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারা লঙ্ঘন করার অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।