থানচিতে ইট ভাটায় অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

purabi burmese market

বান্দরবানে থানচি উপজেলার ইট ভাটায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে অভিযানে ইট ভাটায় ব্যবহৃত ২টি চিমনি ভেঁঙ্গে দিয়েছে, সেই সাথে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

আজ মঙ্গলবার (২রা মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন থানচি উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমান,বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরে ইনস্পেক্টর মোঃ আবদুস সালাম,থানচি থানা এ এস আই মোঃ মোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তারা ইট ভাটায় অভিযান পরিচালনা শেষে জানান, ইট ভাটার মালিকেন নিজস্ব জমি না থাকায় ভাড়া নিয়ে জমির উপর ইট তৈরী এবং থানচি উপজেলা গ্রামীণ অবকাঠামো,অভ্যন্তরীন সড়ক, থানচি লিটক্রে সড়ক, প্রধানর মন্ত্রী উপহারের ঘর নির্মান কাজে স্বল্প ব্যয়ের ইট সরবরাহ করার অত্র উপজেলায় ভাটাটি এক মাত্র অবলম্বন হওযায় বন্ধ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।