বান্দরবানের থানচি উপজেলায় স্বাধীনতা ৫২ বছর পর এই প্রথম শ্রী গীতা অনুগত্যা শিক্ষা স্কুল উপজেলা শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের স্থাপিত হয়েছে।
আজ শুক্রবার ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৫ টা স্কুলটি শুভ উদ্ভোধন করা হয়। সেখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ শিক্ষার্থীরা বিনামূল্যে ভগবান শ্রীকৃঞ্চ উপন্যাসের শিক্ষা ছাড়াও সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় দীক্ষা গ্রহন করার সুযোগ করে দিয়েছে।
জানা গেচ্ছে, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা কলাউজান গ্রামের বাসিন্দা জুয়েলারী ব্যবসায়ী পলাশ ধর এর উদ্যোগে গত মে মাসে প্রথম সপ্তাহের শুরু করেন। শুরুতে শিশুসহ নারী পুরুষ ২০ জন শিক্ষার্থী অংশ নেন। পলাশ ধর থানচি বাজারের একটি জুয়েলারী দোকান পরিচালনা পাশাপাশি গীতা শিক্ষা প্রদান করেন।
বান্দরবান জেলার সনাতন ধর্মের কিছু যুবক সংগঠনের হিন্দু হেল্থ ফোরাম ও বিশ্বমানবতা সংঘ শক্তি জয়গীতা অনুগত্য বই বিনামূল্যে বিতরন করেন।
শুক্রবার সন্ধ্যা উদ্ভোধনের দিনে উপজেলা শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের পরিচালনা কমিটি সভাপতি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও শুভ উদ্ভোধনী অনুষ্ঠানের থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের পরিচালনা কমিটি সাবেক সভাপতি মৃদুল কান্তি দাশ, কৃষি ব্যাংকের সহকারী কর্মকর্তা বাঁশী মোহন সেন, উপজেলা সমবায় কার্যালয়ে অফিস সহকারী স্বপন কুমার দাশ, হিন্দু হেল্থ ফোরাম চট্টগ্রামে সদস্য শাওন পাল, বান্দরবানে সদস্য হিমেল পাল, তুষ্ঞ ধর, সংঘঠক পলাশ ধর, সূজন ভট্টচার্য্যসহ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সংগঠক পলাশ ধর বলেন, ঐতিহ্য ইতিহাসের শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের সকল ধর্মপ্রাণ মানুষের সনাতন ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ সম্পর্কে তুলনামূলক জ্ঞান থাকার প্রয়োজন এ দুর্গম অঞ্চলে আগামি প্রজ্জন্মদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। সে জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগীতা অত্যবশ্যক।