বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ মিয়ানমার নাগরিক এবং ৪ বাংলাদেশিসহ ৫ জনকে আটক করছে বিজিবি।
আটককৃতরা হলেন, মিয়ানমারের নাগরিক তাচাই মারমা (২৫) এবং বাংলাদেশি মংমং লুই (১৮),লার মতি ত্রিপুরা (২৩),অংমা চিং (৩০) অংক্রা মারমা (৩১)। তার মধ্যে মিয়ানমারের নাগরিক তাচাই মারমা মিয়ানমারের মরং ওয়া গ্রামের উশে মার্মার সন্তান।

বিজিবি সূত্র জানায়,মঙ্গলবার বিকালে থানচির ৩৮ বিজিবি বলিপাড়ার আওতাধীন সিআইও টেন্ডমূখ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় দক্ষিণ-পূর্বের পদ্মঝিড়ি নামক এলাকায় থেকে ৩৮ বিজিবির টেন্ডমুখ ক্যাম্পের হাবিলদার ফজলুল হকের নেতৃত্বে তাদের আটক করে। আটককৃত এই মিয়ানমার নাগরিক গত দুইবছর থেকে বড়মদকে অবস্থান করছিল। আজ থানচিতে বাজার করার উদ্দেশ্যে এসেছিল বলে জানা যায়। অন্যরা বান্দরবানের নাইক্ষংছড়িসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের থানচির বলিপাড়া ব্যাটালিয়ানে আনার প্রক্রিয়া চলছে।
এদিকে এই ব্যাপারে থানচি বিজিবির জোনাল কমান্ডিং অফিসার ল্যা: কর্নেল তানভির হাসান এর সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইরুল হক বলেন, আমাদের কাছে বিজিবি এখনো আটকর্কৃতদের হস্তান্তর করেনি।