থানচিতে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

NewsDetails_01

দানোত্তম মাহাহ্ কঠিন চীবর দানসহ বুদ্ধ ধাতু পূজা, হাজার প্রদীপ প্রজ্জলন,পিন্ড দান, ধর্মীয় রীতি আচার,বৌদ্ধ ধর্মের ইতিহাস ঐতিহ্য বিষয়ে ভিক্ষু সংঘে ধর্ম দেশনা, ও মনোজ্ঞ্য সাংস্কৃতিক (জাইক) সহ নানান আয়োজনের অর্ধমাস ব্যাপী শুভ মহান কঠিন চীবর দান উৎসবটি বান্দরবানে থানচি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার গুলিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যে সর্বশেষ আজ শুক্রবার সকালে সম্পন্ন হয়েছে।

NewsDetails_03

১৮ নভেম্বর বৃহস্পতিবার সর্বশেষ হিসেবে ঐতিহ্যবাহী থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে উপজেলা ৩৭টি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ও শতাধিক গ্রামে ধর্মপ্রান নরনারীদের নিয়ে উপজেলায় কেন্দ্রীয় ভাবে উৎযাপন করেন। দিন ব্যাপী অনুষ্ঠিত কঠিন চীবর ও নানাধিক দানোষ্ঠানে সভাপতিত্ব করেন, উৎসব উদযাপন কমিটি সভাপতি উ সাঅংপ্রু মাস্টার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য ভিক্ষু সংঘে পরিষদের সভাপতি উ ইউসারাদা মহাথের, এছাড়াও পার্বত্য ভিক্ষু সংঘে পরিষদের সাধারন সম্পাদক উ গাইন্দামালা মহাথের, ক্যচু পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ পঞাঞওয়াইনসা থের, বলিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ আচারিয়া ভিক্ষু,ধর্মীয় নিতি আচারন, বৌদ্ধ ধর্মের ইতিহাস ঐতিহ্য বিষয়ের ভিক্ষু সংঘে ধর্ম দেশনা, প্রদান করেন।

মৈত্রী শিশু সদনের অনাথ পিতা উ ইউসারা ভিক্ষু সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা’সহ অর্ধ শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও দুই হাজারেও বেশী ধর্ম প্রাণ নর-নারী দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠানে ধর্ম সভায় অংশগ্রহণ করেন। রাতে মনোজ্ঞ্য সাংস্কৃতি অনুষ্ঠান মধ্য দিয়ে সমাপ্তি ঘটে

আরও পড়ুন