থানচিতে কাঠ বোঝায় ট্রাকের ধাক্কায় পর্যটক নিহত

বান্দরবানের থানচিতে কাঠ বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক পর্যটক নিহত হয়েছে। নিহত পর্যটকের নাম জয়রাজ দাশ (২২)। আজ শুক্রবার বিকালে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জয়রাজ দাশ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১নং ওয়ার্ডের অমল দাশের ছেলে। সে রাঙামাটি জেলার কাপ্তাই সুইডিস পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট এর অটো মোবাইল বিভাগের ৩য় বর্ষের ছাত্র বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে পাঁচ জনের একটি গ্রুপ মোটর সাইকেল নিয়ে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি গাছের ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী জয়রাজ দাশ মারা যায়।

NewsDetails_03

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: দিদারুল আলম বলেন, মোটর সাইকেল দূর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।

এই ব্যাপারে এসআই কারিমুজ্জামান বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন