থানচিতে কিশোরী অপহরণকারী ও সহযোগী গ্রেপ্তার
বান্দরবানের থানচি উপজেলা রেমাক্রী ইউনিয়নের দুর্গম ৯ নং ওয়ার্ড দলিয়ান পাড়া থেকে অপহৃত কিশোরী সহ অপহরনকারী ও সহযোগীকে ৫ দিনের মাথায় চট্টগ্রামে পতেংগা থানা পুলিশের সহযোগীতায় বিজয়পুর এলাকার নূর আলীর বাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টা তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, অপহরনকারী নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম টিপু (৪০) ও সহযোগী রুবেল মিয়া (৩০)। তাদের আজ শনিবার সন্ধ্যায় বান্দরবানে আনা হচ্ছে।
জানা যায়, দলিয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালে কিশোরী পঞ্চম শ্রেনি পাশ করেন।
আরো জানা যায়, ঠিকাদার আনিসুর রহমান সুজনের সড়ক নির্মান কাজের ডোজার চালক হিসেবে অপহরনকারী দুই মাস কর্মরত ছিলেন। আর এই সুযোগে মাটি কাটার ডোজার চালক টিপু এই কিশোরীকে অপহরণ করতে পারে বলে সন্দেহভাজন হিসেবে থানচি থানায় কিশোরীর অভিবাবক মামলা করে।
মামলার তদন্তকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সামীম বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় এর নির্দেশক্রমে আমি অপহরনকারীর মোবাইল ট্যাকিং করে মামলার ৫ দিনের মাথায় অপহৃত কিশোরী, অপহরনকারী ও সহযোগীদের সন্ধান পেয়ে অক্ষত অবস্থা গ্রেপ্তার করতে সক্ষম হয়।