থানচিতে কেএনএফের গুলিতে গুলিবিদ্ধ এক

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলার লিক্রিতে নির্মিত সড়কে ২১ কিলোমিটার নামক এলাকায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাককে লক্ষ্য করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যরা অতর্কিত ভাবে গুলি চালিয়েছে।

গুলিতে মো. জালাল (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরও এক শ্রমিক আহত হয়েছে। এছাড়াও আরেকটি ট্রাকে থাকা ৪ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ শ্রমিকের মধ্যে সূর্য দাশ (৩০) এবং চালক রুবেল (৩০) নামের দুইজন শ্রমিকের নাম পাওয়া গেলেও অপর দুইজনের নাম এখনো জানা যায়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

NewsDetails_03

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচির লিক্রিতে নতুন নির্মাণাধীন সড়কের জন্য ২টি ট্রাকে করে ইট বহন করে নিয়ে যাচ্ছিল শ্রমিকরা। পরে সড়কের ৪৫ কিলোমিটার এলাকায় ইট পৌঁছে দেওয়া শেষে ফেরার পথে থামলক পাড়া নামক এলাকায় ট্রাককে লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা । ট্রাকে হামলায় ১০ থেকে ১৫ জন কেএনএফর সদস্য অংশ নেয়। এদিকে অতর্কিত গুলিতে মো. জালাল (৩০) নামে এক শ্রমিকের পেটে গুলি লাগে এবং ফোরকান নামে আরো এক শ্রমিক গুলিতে আহত হন।

আরো জানা যায়, অপর ট্রাকসহ আরো চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়রা আহত দুইজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মেহেনাজ ফাতেমা জানান, আহত গাড়ি চালক মো: জালালের বুকের ৬ টি স্থানে গুলি লেগেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরো জানান, ঘটনার নিখোঁজ ৪ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন