থানচিতে গাঁজাসহ একজন আটক : ৭ মাসের কারাদন্ড
বান্দরবানে থানচিতে এক ব্যাক্তিকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে ৭ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃত ব্যাক্তির নাম সাপ্রুঅং মারমা (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টা থানচি সদর হাসপাতাল এলাকা ভ্রাম্যমান অভিযান চালিয়ে বড় মদক পাড়া সাবেক পাড়া প্রধান ও বাসিন্দা হাসপাতাল সংলগ্ন এলাকা মুদি দোকান ব্যবসায়ী সাপ্রুঅং মারমা (৪২) কে পলিথিন ব্যাগের মোড়ানো ২০ গ্রাম গাঁজাসহ আটক করেন ভ্রাম্যমান অভিযানের উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ ১০ হাজার টাকা জরিমানা করেন। আনাদায়ে ১ মাস ও মাদক দ্রব্য আইন ২০১৮ এর ৯ ধারা অপরাধে ৩৬ ধারা মোতাবেক ৬ মাস সহ মোট ৭ মাসের কারাদন্ড দেয়া হয়।
অভিযানে থানচি থানা পুলিশের সহকারী পরিদর্শক অনুপ কুমার দে,উপসহকারী পরিদর্শক নূর উদ্দিন, সোহাগ হোসেনসহ ১০ জন ভ্রাম্যমান অভিযানে অংশ নেন।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রনে মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত সাপ্রুঅং মারমা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকা গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল।