পাহাড়ে পর্যটকদের নিরাপদ ভ্রমনে শৃংঙ্খলা নিরাপত্তা দেয়ার জন্য ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম নিয়ে বান্দরবানের থানচি থানা পুলিশের সহযোগীতা আজ বুধবার ৬ অক্টোবর সকাল ১০ টা থেকে যাত্রা শুরুর কথা জানানো হয়। পর্যটকদের পথ প্রদর্শক সমিতি ও পর্যটক পুলিশের সমন্বয়ের বুধবার সকালে থানচি বাজারের তথ্য সেবা কেন্দ্রে দক্ষিন হাওয়া গ্যালারিতে এক আলোচনা সভা এ কথা জানানো হয়।
পর্যটক পথ প্রদর্শক সমিতিরর সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা ইমন সভাপতিত্ব করেন। থানচি থানা পুলিশের পরিদর্শক সাইফুর উদ্দিন মো: শওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি রেমবো ত্রিপুরা, থানচি থানা উপ- পরিদর্শক সূদীপ বড়ুয়া, পর্যটক পুলিশের পরিদর্শক আবদুল জলিল,উপ-পরিদর্শক রাকিবুল জামান, নায়েক মকবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় অর্ধশতাধিক পর্যটক পথ প্রদর্শকরা অংশ নেন।
পর্যটক পুলিশের পরিদর্শক আবদুল জলিল বলেন, পার্বত্য অঞ্চলের থানচি উপজেলায় পর্যটন কেন্দ্র সব চেয়ে বেশী। সুতরাং পুলিশ বিষয়টি আমলে নিয়েছেন যে, অত্র অঞ্চলে ভ্রমনকারীদের কঠোর শৃংঙ্খলাসহ জননিরাপত্তা দেয়ার জরুরী প্রয়োজন। জনগনের প্রয়োজনে পুলিশ নিরাপত্তা দিতে সর্বদায় প্রস্তুত, তাই আমরা থানচির মতো দুর্গম এলাকা নিরাপত্তা দেয়ার জন্য যাত্রা শুরু করেছি।