গত ১৬ নভেম্বর বান্দরবানের থানচি উপজেলাতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সফর কালে এক ড্রাইভারকে মারধরের মামলাই একজনকে আটক করেছে পুলিশ। আজ বিকালে জেলার থানচি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন, বাসিংঅং মারমা,সে স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে।
থানচি থানা পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা প্রশাসনে কর্মরত ড্রাইভার সুমনকে গত ১৬ নভেম্বর জেলার থানচি বাজারে কথা কাটাকাটির জের ধরে মারধর করা হয়। আর এই ঘটনায় থানচি থানায় মামলা দায়ের করা হলে আজ থানচি বাজারে অভিযান চালিয়ে বাসিংঅং মারমাকে আটক করা হয়েছে।
এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার পাহাড়বার্তাকে বলেন, ড্রাইভারকে মারধরের অভিযোগে বাসিং অংকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ড্রাইভার মারধরের ঘটনার পর বিচারের দাবিতে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীরা পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে।