থানচিতে তিন সন্ত্রাসী আটক

NewsDetails_01

থানচিতে আটককৃত তিন সন্ত্রাসী
বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় ত্রিপুরা ন্যাশনাল পার্টি নামে চাঁদা দাবী করার সময় স্থানীয়রা তিন সন্ত্রাসীকে আটক করে আইনশৃংখলা বাহিনীর নিকট সোর্পদ করে। এসময় ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মেনপম ম্রো, মেনসং ম্রো ও মংএচিং মারমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১২টার দিকে উক্ত তিন সন্ত্রাসী থানচি উপজেলা ৪নং বলিপাড়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে শৈরাং ত্রিপুরা পাড়ায় প্রবেশ করে এবং ত্রিপুরা ন্যাশনাল পার্টি নামে চাঁদা দাবী করে। এসময় স্থানীয়রা কৌশলে তাদের আটক করে, পরে বিজিবির হাতে সোপর্দ করে। তারা সবাই জেলার আলীকদম উপজেলা স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
থানচির ৩৩ বিজিবির সিও লে. কর্ণেল হাবিব বলেন, আমরা গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছি। এদিকে আটককৃতদের থানচি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুর সাক্তার জানান, থানায় সোর্পদ করলে আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন