থানচিতে পর্যটকদের পথ প্রদর্শকদের জন্য নির্দেশনা
পর্যটন কেন্দ্রতে পর্যটকদের সাথে সুন্দর, নম্র, আচরন, সরকারের পর্যটনের ও পাহাড়ের আইনকে শ্রদ্ধা, মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়াসহ নিশ্চিত করতে পর্যটক পথ প্রদর্শকদের নির্দেশ দিলেন বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়। আজ শনিবার (১৪ আগষ্ট) এক মত বিনিময় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

আগামী ১৯ আগস্ট হতে সারাদেশে সীমিত পরিসরে পর্যটন কেন্দ্র খোলার বিষয়ে সরকারের ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানে থানচি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পর্যটক পথ প্রদর্শকদের নিয়ে এক মত বিনিময় সভা করেন।
শনিবার ১৪ ই আগস্ট সকাল সাড়ে ১১ টা থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে মত বিনিময় সভায় থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায়, পরিদর্শক সাইফ উদ্দিন মো: শাওন, ত্রিদ্বীপ বড়ুয়া, সূদীপ বড়ুয়া,উপ পরিদর্শক নূর উদ্দিন, পর্যটকদের পথ প্রদর্শক কমিটি সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা ইমন, সাধারন সম্পাদক মো: মামুনুর রশিদ, কোষাধক্ষ্য মালা বম, সাংগঠনিক সম্পাদক জওয়াইপ্রু মারমাসহ পর্যটনের পথ প্রদর্শক কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।