থানচিতে পর্যটকবাহী দুই নৌকার সংঘর্ষে নিহত ১

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পদ্ম মোড় এলাকায় ২টি নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, নিহতের নাম সামংগ্যা ত্রিপুরা (৫০)।

জানা যায়, আজ রবিবার সকালে ৩নং থানচি ইউপি সংলগ্ন পদ্মার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

মাংলো ম্রো নামে অপর একটি নৌকার মাঝি ৫ জন পর্যটকসহ ৭জন লোক নিয়ে যাচ্ছিল। এসময় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকার মাঝি সামংগ্যা ত্রিপুরা মারা যায়। এসময় তার নৌকায় মাঝিসহ ৩ জন আরোহী ছিলে জানা যায়।

NewsDetails_03

এই বিষয়ে থানচি সদর হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোঃ মুরাদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে নৌকার মাঝি মারা যায়।

উল্লেখ্য, জেলার থানচি উপজেলার সাঙ্গু নদী পথে নৌকা যোগে প্রতিদিন শত শত পর্যটক আসা-যাওয়া করলেও এই প্রথম দুই নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ এমদাদুল হক বলেন, একজন নৌকার মাঝিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘােষনা করেন, মৃত ব্যক্তির লাশ থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

আরও পড়ুন