থানচিতে পাথরবাহী ট্রাক উল্টে সনাতন ধর্মীয় গুরুসহ আহত ৪

NewsDetails_01

বান্দরবান থানচি সড়কে পাথরবাহী একটি ট্রাক উল্টে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মীয় গুরুসহ ৪জন আহত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

আজ সোমবার (৪মে) বিকাল ৫টায় থানচি- বান্দরবান সড়কের দিনতে পাড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে থানচি উপজেলা কালী মন্দিরে পুরোহিত ভোলানাথ চক্রবর্তী, ট্রাক ড্রাইভার মোহাম্মদ হাবিব, হেলপার মামুন ও মংসিংগ্য মারমা আহত হয় ।

NewsDetails_03

আহত ড্রাইভার মোহাম্মদ হাবিব জানান, থানচি লিটক্রে সড়কের নির্মান কাজের ব্যবহারে জন্য বান্দরবান সুয়ালক হতে এলসি পাথর ভর্তি করে থানচির উদ্যেশ্যে আসার সময় থানচি- বান্দরবান সড়কের ৯ কিলোমিটারের দিনতে পাড়া নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ট্রাকটি নংম্বার -চট্টগ্রাম ন ৪০৪৮।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ওয়াহিদুল জামান মুরাদ জানান, দুর্ঘটনা খবর পেয়ে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন