থানচিতে ফের ৭ একর পপি বাগান ধ্বংস

বান্দরবানে থানচি উপজেলা গহীন অরন্যে অভিযান চালিয়ে ৭ একর জায়গায় চাষ করা নিষিদ্ধ মাদক দ্রব্য পপি বাগান ধ্বংস করেছে বিজিবি। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার তিন্দু ইউনিয়নের গভীর অরন্যে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ পপি বাগান ধ্বংস করে বিজিবি।

বৃহস্পতিবার সকালে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, নির্দেশে ২০ সদস্যের বিজিবি জোয়ানরা তিন্দু ইউনিয়নের পাইরিং ম্রো পাড়া এলাকা অভিযান চালিয়ে পাহাড়ী জমিতে চাষ করা ৭ একর পপি বাগান ধ্বংস করে। ঘটনার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করার সম্ভব হয়নি। এসময় বিজিবি স্থানীয়দের উপস্থিতিতে পপি বাগান ধ্বংস করে।

NewsDetails_03

বিজিবি জানায়, ধ্বংসকৃত পপি প্রক্রিয়াজাত করনের পর আনুমানিক ৩৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। বর্ণিত এলাকায় আরও পপি বাগান আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি একই উপজেলার তিন্দু ইউনিয়নের গভীর অরণ্যে অভিযান চালিয়ে বিপুল ৫ একর জমিতে চাষকৃত পপি বাগান ধ্বংস করে সেনা সদস্যরা।

আরও পড়ুন