বান্দরবানের থানচি উপজেলায় বংডঃ ক্রেডিট ইউনিয়নের তিন বছর পেরিয়ে ৪ বছরে পর্দাপনের বর্ষপুর্তি ও ৩য় বার্ষিক সাধারণ সভা লক্ষ্যে বঃডঃ ক্রেডিট ইউনিয়ন উদ্যোগের আজ শুক্রবার এক বর্ণাঢ্য র্যালি বান্দরবানের থানচি বাজারের প্রদক্ষিণ করেন। শেষে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সদস্যদের সঞ্চয়ী লাভাংশ নিয়ে উপস্থাপনসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বংডঃ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নসরাং মাষ্টার, কারিতাস বান্দরবানের কর্মসূচী কর্মকর্তা ক্যনুমং মারমা প্রধান অতিথি,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, কারিতাস মাঠ কর্মকর্তা রাম চন্দ্র ত্রিপুরা, শিক্ষক সাঅং প্রু মারমা প্রমূখ বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ।
স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ এর সহযোগীতায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নসরান ত্রিপুরা,থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা এর প্রচেষ্টায় ২০১৫ সালে বংডঃ ক্রেডিট ইউনিয়ন নামে অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান শুভ যাত্রা করেন। যাত্রা শুরুতেই ২শত সদস্য স্বতষ্ফুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে বর্তমানে সদস্য সংখ্যা ৪শত উপরে। ক্রেডিট ইউনিয়নের সদস্যদের সঞ্চয় করার বর্তমানে শেয়ার হোল্ডার হিসেবে ৬ লক্ষ এবং সঞ্চয়তে ১২ লক্ষ মোট ১৮ লক্ষাধিক টাকা জমানো হয়েছে। সংরক্ষিত তহবিল,সমবায় তহবিল, ক্ষুদ্র ঋণ তহবিল, বিমা তহবিল,জীবন বীমা তহবিলসহ ৭টি তহবিল করে সদস্যদের পরিবারের স্বাবলম্ভী করনে লক্ষ্যে কৃষি খাতে ঋণ,উদ্যোক্তা ঋণ,ক্রেডিট ইউনিয়ন ঋণ,বন্ধকি ঋণসহ নানা ভাবে সহযোগীতা দিয়ে যাচ্ছে।