থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ পরিবার পেলো পার্বত্য জেলা পরিষদের চাল

বান্দরবানে থানচি উপজেলায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকালে স্থানীয় উপজেলা খাদ্য গুদাম থেকে চাল বিতরন করা হয়।
স্থানীয় সূত্রে জানায়,উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪ শত পরিবারের মাঝে ২০ বিশ কেজি খাদ্য শস্য বিতরন করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্য শৈহ্লা এ খাদ্য শস্য বরাদ্ধ প্রদান করেন।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা এর পক্ষে চাল বিতরনের সময় থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল,সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো’সহ আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন