বান্দরবানে থানচি উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে ১০ দফা দাবী আদায় ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
থানচি উপজেলা বিএনপি’র বান্দরবানের সাবেক সাংসদ সদস্য সাচিং প্রু (জেরী) গ্রুপ এর আয়োজনে ১৬ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় থানচি বাজারের মূল ফটক থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে, পরে থানচি বাজার প্রঙ্গনে নেতাকর্মীদের বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল সামাদ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, থানচি উপজেলা বিএনপি’র সভাপতি খামলাই ম্রো সভাপতিত্বে থানচি উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ মারমা, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জওয়াইপ্রু মারমা, সম্পাদক হাঁকুরাম ত্রিপুরা প্রমূখ।
এ দিকে সাবেক সাংসদ মাম্যাচিং গ্রুপ আয়োজনের বাস স্টেশস সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গনের বিএনপি’র সাধারণ সম্পাদক নুচমং মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বলিপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ম্যম্যাসিং মারমা, শান্তিজয় ত্রিপুরা, বাক্যমং মারমা প্রমুখ। পৃথক পৃথক স্থানে প্রতিবাদ সভায় অংশ নেন উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।