থানচিতে বিদ্যুতায়িত হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

purabi burmese market

বান্দরবানের থানচি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে প্রান হারালেন এক নির্মান শ্রমিক। মৃত ব্যক্তির নাম মোঃ সিরাজুল হক (৪৫)। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বড়খাতা গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিদ্যুৎতের মাধ্যমে থানচি উপজেলার সাংগু নদী থেকে পানি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সে নদীর পানিতে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেডিকেল অফিসার ডা: গাজী ইমরান তাকে মৃত ঘোষনা করে।

আরো জানা গেছে, সিরাজুল হক থানচি উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বহুতল ভবন, কালভার্ট, সেতুসহ বিভিন্ন নির্মান কাজে দির্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করেছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।