থানচিতে বিনামূল্যে ডিম বিতরণ

NewsDetails_01

থানচিতে বিনামূল্যে ডিম বিতরণ
সারা দেশের ন্যায় “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য সমৃদ্ধির বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচি উপজেলা প্রাণি সম্পদ বিভাগে আয়োজনে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রাণি সম্পদ অফিসের প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে থানচি বাজার এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার অফিস ভবনে সামনে এসে জনসেবা কন্দ্রে (গোলঘর)’এ র‌্যালিটি শেষ হয়। পরে উপজেলা জনসেবা কেন্দ্র (গোলঘর)’এ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বান্দরবান জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আ’লীগের সভাপতি মংথোইম্যা মারমা (রনি), থানচি কলেজের অধ্যক্ষ দমিনি ত্রিপুরা, প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্তকর্তা ড. কাজী আসরাফুল ইসলাম। এদিকে প্রাণি সম্পদ বিভাগ কর্তৃক আয়োজনে স্কুল ফিডিং কার্যক্রম কর্মসূচী পালনে শাহাজান পাড়া আল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করেন।

আরও পড়ুন