থানচিতে বিরল প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত

NewsDetails_01

দেশ থেকে বিলুপ্তির পথে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বান্দরবানের থানচি বন বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ২৩ ডিসেম্বর দুপুরে জেলার থানচি উপজেলার লিটক্রের সড়কের প্রায় ১ কিলোমিটার দক্ষিনে সেগুম ঝিড়ির গভীর অরণ্যে লজ্জাবতি বানরটি অবমুক্ত করা হয়।

NewsDetails_03

থানচি সদর রেজ্ঞ কর্মকর্তা মশিউর রহমান জনান, গত ২১ শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরল প্রজাতির এই বানরের ছবি আপলোড করেন থানচির এক যুবক। পরে তার কাছ থেকে বানরটি উদ্ধার করে বুধবার উপজেলার অবমুক্ত করা হয় ।

এসময় সময় থানচি উপজেলা প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড মোঃ তাজ উদ্দিন আহম্মদ, থানচি রেজ্ঞের রেজ্ঞ কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম)সহ অনেকে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন