স্থানীয়রা জানান, থানচির বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের একটি পরিত্যক্ত ভবনের ভিতর সিমেন্টের বস্তা রাখা ছিল। ওই বস্তা নিতে গেলে হঠাৎ একটি দেয়াল ধসে কয়েকজন শ্রমিকের ওপর পড়ে, এতে তিন শ্রমিক আহত হন। তাদের বিজিবি ব্যাটালিয়নের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর দু’জনকে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে পরিমল দাশ মারা যান।
এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবায়ুরুল হক বলেন, আহতদের মধ্যে থেকে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়ার পর একজন মারা গেছেন।