এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার থানচি সদর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন হতে এই চাল বিতরন করা হয়। প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে এক হাজার ছয়শত পয়ত্রিশ পরিবারকে আগামি পবিত্র ঈদুল আযাহা দিনে পরিবারের সকল সদস্যে নিয়ে ঈদ উদ্যাপনে লক্ষ্যে সরকার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে থানচি উপজেলা ৪ ইউনিয়নের ১০১.৪৮০ মে:টন বরাদ্ধ দিয়েছে। ঈদুল আযাহা উপলক্ষ্যে এই প্রথম ভিজিএফ চাল বিতরন করা হইল।
চাউল বিতরনের সময় থানচি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১নং ওয়ার্ডে মেম্বার চাইসিংউ মারমা, বিতরন কমিটি সদস্য সচিব ও ইউপি সচিব চমংউ মারমা, সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার নুচিং প্রু মারমা, ডলিচিং মারমা, রিংকো ম্রো, ওয়ার্ড মেম্বার মংসিংহাই মারমা,নাইসংচিং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন ।