সূর্যদয়ের সাথে সাথে উপজেলার ৬টি বাজার,সরকারি বে-সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাজনৈতিক কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনের কবিতা আবৃতি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনসেবা কেন্দ্রের পুরস্কার বিতরনে সময় উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, নির্বাহী অফিসার জাহাঙ্গির আলম, জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ আবদুল সাক্তার ও বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক রাজনৈতিক নেতারা উপস্থিত ছিল ।