বান্দরবানের থানচি উপজেলা সফরে যাচ্ছেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এসময় তিনি থানচির নব নির্মিত মডেল থানা ভবন উদ্বোধন করবেন।
থানচি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র নির্দেশনায় ২০১৮-২০ অর্থসালে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ উপজেলার একমাত্র থানাকে ৪র্থ তলা ভবন নির্মান কাজ সম্পর্ণ করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আর এই ভবন উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

আরো জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সেবা উন্নয়নের হাইল্যান্ডরস পার্ক অ্যান্ড রিসোর্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ভোধন করবেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।
এই ব্যাপারে থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুর উদ্দিন আনোয়ার বলেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয় এর থানচি আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারসহ সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।