থানচিতে রোহিঙ্গাদের উপর কড়া নজরদারী

NewsDetails_01

বাংলাদেশে অনুপ্রবেশ করছে মিয়ানমারের রোহিঙ্গারা
মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের আরেক উপজেলা থানচি উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশ ও কক্সবাজার থেকে রোহিঙ্গারা থানচির মতো দূর্গম পাহাড়ে বসবাস করছে কিনা জনগনের সজাগ থাকার আহবান জানিয়ে জনপ্রতিনিধি ও আইন শৃংঙ্খলা বাহিনীকে কড়া নজরদারী রাখার নির্দেশ দিয়েছে থানচি উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার উপজেলা আইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আইন শৃংঙ্খলা কমিটি সভা আয়োজন করেন । জনসেবা কেন্দ্র ( গোল ঘর )’র অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল (ভারপ্রাপ্ত), ইউপি চেয়ারম্যান রনি মারমা, জেয়াঅং মারমা প্রমূখ বক্তব্য রাখেন ।
সভায় সিদ্ধান্ত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ সাম্প্রদায়িক উস্কানি মূলক স্ট্যাটাস পোষ্ট করার ক্ষেত্রে সজাগ থাকা এবং উস্কানি মূলক পোষ্ট কারীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।

আরও পড়ুন