বান্দরবানের থানচি উপজেলায় বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন সাফল্য ও অর্জিত সফলতাকে জনগণকে অবহিতকরণ ও জনসম্পৃক্তকরণ লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
জেলা তথ্য অধিদপ্তর আয়োজনে থানচি’র জন সেবা কেন্দ্রে (গোল ঘর)”র মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, বান্দরবান জেলা তথ্য অফিসার উষামং চৌধুরী প্রমূখ।
অনুষ্টানে জেলা তথ্য অফিসার উষামং চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ” বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং ভিশন ২০২১ লক্ষ্য ও অর্জন সমূহ জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে,সভায় এতে ২৫ জন তরুণ অংশগ্রহন করেন ।