থানচিতে সাঙ্গু নদীতে ডুবে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ

NewsDetails_01

থানচিতে নৌ চলাচল বন্ধ
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ডুবে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছে। আজ সোমবার নারিকেল পাড়াস্থল ডুকলোক ঝিরিতে সেতু নির্মাণ কাজের শ্রমিক জিনিঅং পাড়ায় স্থল নদীর ওপার এপার সাতার কাটে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তি মোঃ বেলাল হোসেন (১৮)। সে চকরিয়া উপজেলা খুটা খালী ইউনিয়নের আবুল হোসেনের সন্তান।
ঠিকাদার সংস্থা ম্যানেজার সরোয়ার হোসেন জানান, সোমবার কাজের দিনের শেষে শ্রমিক মোঃ বেলাল হোসেন (১৮), মোঃ মিজান (১৮), নজরুল ইসলাম (২০), মোঃ বিল্লাল (১৫) সাঙ্গু নদীর ঘাটের এপার ওপার সাতার কাটে এ সময় ৬ জন শ্রমিক থেকে একজন নিখোঁজ হয়ে যায়। এরপর সন্ধান চালালেও মোঃ বেলাল হোসেনকে পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা আরো জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থাপনা খাতে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে চলতি অর্থ বছরে থানচি সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডে যোগাযোগ স্থাপনে ডুকলোক ঝিরিতে একটি সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে।
এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর সাক্তার ভূঞা বলেন, এই ব্যাপারে শুনেছি।

আরও পড়ুন