থানচিতে সার কীটনাশক বীজ পেল ১৭৫ প্রান্তীক চাষী

NewsDetails_01

বান্দরবানে থানচিতে বিনামূল্যে সার, কীটনাশক, ভূট্টা বীজ পেল ১৭৫ জন কৃষক ।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনের এই কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে ।

NewsDetails_03

বাংলাদেশ কৃষি পূর্ণবাসন কার্যক্রমে আওতায় উপজেলা চারটি ইউনিয়নের ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও প্রকৃত চাষীদের বিনামূল্যে ডিএপি সার ৩.২৫০ মেঃটন, এমওপি সার ১.৬২৫ মেঃটন, ৩০০ কেজি উচ্চ ফলনশীল জাতের ভূট্টা বীজ, ২৫০ কেজি চীনা বাদাম বীজ বিতরন করা হয়েছে ।

এই উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনের কৃষি সম্প্রসারন বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুল । উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোঃ মাহফুজুল হক, কৃষি সম্প্রসারন বিভাগে এএইও মোঃ নুরুল ইসলাম, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), কৃষি বিভাগের উপসহকারী অফিসার গণ উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, সরকার ও সরকারের প্রতিনিধিরা কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

আরও পড়ুন