থানচিতে সাড়ে ৩ কোটি টাকার আফিম উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের থানচিতে ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের আফিম উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় ল্যাংড়া ম্রো নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রেংবা পাড়ার রেংথোন ম্রো এর ছেলে ।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আড়াই টার দিকে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে উপজেলার বটতলা নামক স্থান থেকে আফিম সহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বান্দরবান বিজিবি হেডকোয়াটার্সের মেজর মো: এখলাছুর রহমান।

NewsDetails_03

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ বিজিবির অধীনস্ত বলিপাড়া ব্যাটালিয়ন অধীনস্ত থানচি বিওপি ও র‌্যাব থানচি বাজার সংলগ্ন বটতলা নামক স্থানে অভিযান চালায় । তখন ল্যাংড়া ম্রো আফিম বিক্রয় করার সময় আফিম সহ তাকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ১১ প্যাকেট আফিম পাওয়া যায় । যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম । যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা ।

তিনি জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আমরা মাদক সহ তাকে থানায় হস্তান্তর করেছি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুদ্দিন আনোয়ার জানান, মাদকসহ ল্যাংড়া ম্রোকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন