থানচিতে সিমেন্ট বোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২ : আহত ৪ জন

থানচিতে সিমেন্ট বোঝাই গাড়ি খাদে পড়ে নিহত দুইজন
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া এলাকায় সিমেন্ট বোঝাই পিক আপ গাড়ি খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চার শ্রমিক। নিহতরা হলেন- উপজেলার বলিপাড়া ইউনিয়নের চাকমাপাড়ার বাসিন্দা সন্তোষ চাকমা (৩৫) এবং একই ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম (৪৪)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পিকআপ গাড়িটি বান্দরবান সদর থেকে সিমেন্ট বোঝাই করে থানচি উপজেলা সদরে যাচ্ছিল। আর ওই গাড়িটি ৬ জন শ্রমিক বহন করছিল। এ সময় গাড়িটি থানচির বলিপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এই দুই শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে থানচি ক্যাম্পে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়রুল ইসলাম জানান, গভীর খাদ থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে, লাশ ময়না তদন্ত্রের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্রসঙ্গত, বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে বান্দরবান-থানচি সড়ককে সবচেয়ে বিপদজনক সড়ক হিসাবে গণ্য করা হয়।

আরও পড়ুন