থানচিতে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ থানচি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনের নাম ঘোষণা করেছেন, সম্মেলনের উদ্বোধক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।

আজ সোমবার (১৪ মে) সকাল এগারটায় উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সভাপতি পদে বাসিং অং মারমা, সহসভাপতি পাতেং বম,সাধারণ সম্পাদক পদে শৈলেন ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিল্পব ম্রো, সাংগঠনিক সম্পাদক মংক্যহ্লার নাম ঘোষণা করেন সম্মেলনের উদ্বোধক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

থানচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াই হ্লা মং মারমা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই অং মারমা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংপ্রুঅং মারমার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উবামং মারমা,মোহাম্মদ মহসিন, মালিলাম ত্রিপুরা,১নং তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি কমলময় তংচঙ্গ্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবর,আইন বিষয়ক সম্পাদক বাবুল বড়ূয়া, ক্রিড়া বিষয়ক সম্পাদক মংওয়েচিং মারমা,আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শুভরঞ্জন বড়ুয়াসহ জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি উপজেলা, ইউনিয়ন পৌর স্বেচ্ছাসেবক লীগকে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আরও সক্রিয় করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ।

আরও পড়ুন