বান্দরবানের থানচিতে লকডাউনে কর্মহীন ১ হাজার ৮৫০ পরিবারকে প্রধানমন্ত্রী বিশেষ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
আগামী ১৩ জুলাই মঙ্গলবার সকাল থেকে স্বস্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে উপজেলার ৪টি ইউনিয়নে এক যোগে পৃথকভাবে বিতরন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।
উপজেলা প্রশাসনে সূত্রে জানা যায়, থানচি উপজেলার ৪টি ইউনিয়নের ১ হাজার ৬০০ পরিবারকে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে খাদ্য সমাগ্রী বিতরণ করা হবে। আর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। মোট ১ হাজার ৮৫০ পরিবার মধ্যে প্রতি পরিবারের জন্য চাল ১০ কেজি,২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল ,১ কেজি লবন, ১ কেজি পেয়াঁজ ও নগদ ১০০ টাকা করে বিতরন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ কঠোর লকডাউন পরিস্থিতিতে পাহাড়ে অসহায়, হত দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে । তাদেরকে দেয়া হবে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের খাদ্যসামগ্রী ।