থানচিতে ৩ কোটি ৭০ লক্ষ টাকার আফিমসহ মাদক ব্যবসায়ী আটক

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলায় বান্দরবান সেনা রিজিয়ন ও র‌্যাব -৭ চট্টগ্রাম এর যৌথ অভিযানে ৩ কোটি ৭০ লক্ষ টাকার ৮৫০ গ্রাম আফিমসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মউচিং ত্রিপুরা (৩৭), সে উপজেলার তিন্দু ইউনিয়নের মাংলুং খুমী হেডম্যান পাড়া বাসিন্দা।

NewsDetails_03

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৭ ই এপ্রিল বেলা আড়াইটার দিকে থানচি সদর ইউনিয়নের আলীকদম-থানচি বান্দরবান সড়কের জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা পলিথিনে মোড়ানো ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। অভিযানে চট্টগ্রামে র‌্যাব-৭ এর এসআই প্রশান্ত কুমার ভৌমিক ও থানচি থানার এস আই সাখাওয়াদ হোসেন নেতৃত্ব ১০-১২জন পুলিশ, সেনা সদস্য ও র‌্যাব সদস্য অংশ নেন।

থানচি থানা এস আই সাখাওয়াদ হোসেন বলেন, আটককৃত ব্যবসায়ী ও একটি সংঘবন্ধ চক্র, দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য আফিম উৎপাদন সহ প্রক্রিয়াজাত করে পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এই ব্যাপারে থানচি থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন