থানচিতে ৫শত ফুট নিচে খাদে পড়েছে মাইক্রোবাস : অক্ষত অবস্থায় উদ্ধার ৫জন

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলায় একটি মাইক্রোবাস ৫শত ফুট নিচে খাদে পড়ে ৫জন ইঞ্জিনিয়ারসহ গাড়ি চালককে অক্ষক অবস্থা উদ্ধার করেছে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। আহতরা হলেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎতায়ন প্রকল্পের সহকারি প্রকৌশলী নুরুল আলম, উপসহকারি প্রকৌশলী নির্মল জ্যোতি চাকমা, ম্যানেজার সফিক আহম্মদ, সাইট প্রকৌশলী রেজাউল করিম, উপসহকারি প্রকৌশলী মোহাম্মদ সিহাফ উদ্দিন ও গাড়ি চালক আলম মৌল্লা
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ মঙ্গলবার বেলা ৩টা বান্দরবান থানচি সড়কের জীবন নগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ান জোন জোনাল কমাল্ডিং অফিসার লেঃ কর্ণেল হাবিবুল হাসান ( পিএসসি) নেতৃত্ব খাদে পড়া দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে বিজিবি নিজস্ব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়।
থানচি থানার এএসআই অনুপ কুমার দে ঘটনাস্থল পরিদর্শণ করে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা কবলিতদের অক্ষত অবস্থা উদ্ধার করা হয়েছে ।

আরও পড়ুন