বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল হক মৃদুল এর করোনা পজেটিভ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, গত ২০ অক্টোবর বান্দরবান হাসপাতালে করোনা টেষ্ট দিয়েছিলেন সেখান থেকে গতকাল বুধবার রাতে করোনা পজেটিভ আসে ।
বর্তমানে ইউএনও তার সরকারী বাসভবনে আইসোলেশনে আছেন ।