থানচির পর্যটন শিল্প বিকাশের অঙ্গীকার এক ঝাঁক তরুণের

NewsDetails_01

বান্দরবানে থানচি উপজেলা প্রকৃতিতে মিশে থাকা ১০ থেকে ১২টি পর্যটন কেন্দ্রকে ঘিরে পর্যটকদের আরাম দায়ক, সাদৃশ্য ব্যবস্থাপনা ও উপজেলার পর্যটন শিল্পের বিকাশে অঙ্গীকার করলেন এক ঝাঁক তরুন। গত বুধবার ৬ই জানুয়ারী সন্ধ্যায় থানচি বাজারের হোটেল ডিসকভারীতে উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীদের সমন্বয়ের আবাসিক হোটেল রিসোর্ট মালিক সমিতি পরিচিতি সভায় তারা এই অঙ্গীকার করে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানচি বাজারের বাজার চৌধুরী খামলাই ম্রো এর নেতৃত্বে উপজেলা সদর ও পর্যটন স্পটগুলিতে গড়ে উঠা মোট ১৪টি আবাসিক হোটেল মালিকদের সমন্বয়ের হোটেল (আবাসিক) রিসোর্ট মালিক সমিতি কমিটি গঠিত হয়।

আবাসিক হোটেল রিসোর্ট মালিক সমিতি সভাপতি খামলাই ম্রো এর সভাপতিত্বে গত বুধবার হোটেল ডিসকভার হল রুমে নবগঠিত কমিটি পরিচিতি সভা আয়োজন করেন। পরিচিতি সভায় উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা, সুশিল সমাজ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসমান, সহকারী কমিশনা (ভূমি) মোঃ তাজুউদ্দিন, অফিসার ইনচার্জ মোঃ সাইফুউদ্দিন আনোয়ার, সহকারী অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শামীণ শেখ, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

এছাড়াও বক্তব্য রাখেন হোটেল ডিসকভারে পরিচালক মোঃ শহিদ উল্লাহ, হোটেল প্রিয়ন্তন মালিক রুপক চৌধুরী, চিং গেষ্ট হাউজ মালিক উমংসিং মারমা প্রমূখ ।

বক্তারা বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, আবাসিক হোটেল মালিকদের সমন্বয়ে থানচির পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে।

আরও পড়ুন