থানচির বড়পাথরে পর্যটক নিখোঁজ

NewsDetails_01

বান্দরবানের থানচির বড় পাথরে গোসল করতে নেমে ফজলে এলাহী (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মেরাশামী গ্রামের বাসিন্দা।

NewsDetails_03

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, ওনারা ১২ জন থানচিতে ভ্রমণ করতে এসেছেন। এর মধ্যে ৪ জন বড়পাথরে যায় । আজ দুপুরে ৪ জন বড়পাথরে গোসল করতে নামে। গোসল করা শেষে সবাই উঠেগেলেও ফজলে এলাহী পানিতে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে স্থানীয়, বিজিবি ও পুলিশ কাজ করছে।

আরও পড়ুন