থানচির লিটক্রে নির্মানাধীন সড়কে ট্রাক জীপ সংঘর্ষে ৭ জন আহত

NewsDetails_01

বান্দরবানে থানচি উপজেলার লিটক্রে নির্মানাধীন সড়কে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী জীপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

আজ সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টা এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স’র ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষ করে ৪ জন নিজ নিজ ঘরে ফিরে যান। আহত অবস্থায় অপর ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন, বোল্ডিং পাড়া নিবাসী ক্রিখেন ম্রো (৪৮), নিয়াসিং পাড়া নিবাসী লাংরাও ম্রো (৩৬), ওয়াক পাড়া নিবাসী রেংওয়াং ম্রো (২৫), সুসম পাড়া নিবাসী লংকু মারো (৩০), নেহাই ম্রো (১৪), বাসিরাং পাড়া নিবাসী বিল্লাস ত্রিপুরা (২০), ওয়াক পাড়া নিবাসী মেনওয়াই ম্রো (২৪)।

NewsDetails_03

জানা যায়,থানচি সদর ইউনিয়নের বোল্ডিং পাড়া হতে ১০-১১ জন যাত্রী নিয়ে থানচি বাজারে উদেশ্যে আসেন একটি চাঁন্দের গাড়ি, থানচি বাজার থেকে মালামাল নিয়ে ঠিকাদার সুজন দাশের একটি ট্রাক সড়কের ১০ কিলোমিটার পর্যন্ত গেলে থানচি লিটক্রে সড়কের সাড়ে ৫ কিলোমিটার থাওয়াই ম্রো কারবারী পাড়া নামক স্থানে পৌছলে দুই যানবহনের সংঘর্ষ হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জসিম উদ্দিন বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ দেননি এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

স্বাস্থ্য কমপ্লেক্স’ র চিকিৎসক আরএমও ডা: মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান বলেন, আহত ৭ জনের মধ্যে ৪ জনের সামান্য আঘাত হয়েছে, অপর তিনজনকে সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন