থানচির শতাধিক রোজাদার পরিবার পেল বিজিবির উপহার

বান্দরবানের থানচি উপজেলার অসহায় গরীব হত দরিদ্র শতাধিক পরিবার রোজাদার পেল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার রিজিয়ন কমান্ডারের খাদ্য সামগ্রীর সৌজন্যে উপহারের প্যাকেজ।

NewsDetails_03

প্রতিটি উপহারের খাদ্য সামগ্রী প্যাকেজের রয়েছে মানসম্মত চাউল ৫ কেজি, তৈল ১ লিটার চিনি ১ কেজি, ডাল ১ কেজি, লাচ্ছা সেমাই ১ কেজি প্যাকেজ । আজ বুধবার ১২ মার্চ বিকাল ৩ টা বর্ডার গার্ড বাংলাদেশ (৩৮ বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ান প্রাঙ্গন পরিজাত চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৩৭ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এসবিপি ও এসপি,বিএসপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলার সেক্টরের অধিনায়ক কর্নেল মাহমুদুল হাসান,পিবিজিএম,বিপিএম(সেবা) পিএসসি। থানচি উপজেলার (৩৮ বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মো: জহিরুল ইসলাম জি আটিলারীসহ বলিপাড়া ব্যাটালিয়ানের বিজিবি’র বিভিন্ন শ্রেনির কর্মকর্তা, সৈনিক, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন