থানচির সাংগু ব্রিক্সফিল্ডকে ৩ লক্ষ টাকা জরিমানা

৫৫০ ফুট কাঠ জব্দ

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইটভাটায় ইট তৈরি করার কারনে বান্দরবানে থানচি উপজেলায় সাংগু ব্রিক্সফিল্ড (এসবিএম) ইটভাটা কে ৩ লক্ষ টাকা জরিমানা এবং ৫৫০ ঘনফুট কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলায় উষামং হেডম্যান পাড়া এলাকায় সাংগু ব্রিক্সফিল্ড (এসবিএম) নামক ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১০ লক্ষাধিক প্রস্তুত কাঁচা ইট, ১ লক্ষাধিক পোরা ইট পানি মেরে নস্ট করে দেয়া হয়।

NewsDetails_03

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন