থানচি প্রেসক্লাবের নতুন সভাপতি মংবোওয়াংচিং, সাধারন সম্পাদক রেমবো

NewsDetails_01

বান্দরবানে থান‌চি উপ‌জেলা প্রেস ক্লাবের ৪র্থতম ত্রি বা‌র্ষিক স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ন‌ভেম্বর) সকা‌লে থান‌চি প্রেস ক্লা‌বে ত্রি বা‌র্ষিক স‌ম্মেল‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জেলা পরিষ‌দের সদস্য বা‌শৈ‌চিং চৌধুরী।

তি‌নি ব‌লেন, সংবাদকর্মীরা সমা‌জের দর্পন। সমা‌জের সকল মানু‌ষের সু‌খে দু:খে একমাত্র সংবাদ কর্মীরাই নি:স্বার্থভা‌বে এ‌গি‌য়ে আ‌সে। ‌তি‌নি ব‌লেন, সাংবা‌দিক‌দের যারা ভালবা‌সেন না, তারা নি‌জেরাই ভাল না।

NewsDetails_03

তি‌নি ব‌লেন, সাংবা‌দি‌করা দে‌শের উজ্জল নক্ষত্র। এসময় তি‌নি পুরাতন ক‌মি‌টি বিলুপ্ত ঘোষনা করেন এবং তিন বছর মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট থানচি উপজেলা প্রেসক্লাবের ৫ম তম ক‌মি‌টির গঠন ও কমিটি সদস্যদের ঘোষনা করেন। নব গঠিত কমিটিতে মংবোওয়াংচিং মারমা অনুপমকে সভাপতি, আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরাকে সাধারন সম্পাদক, সাংগু প্রতিনিধি শহিদুল ইসলাম সহ- সভাপতি, হিমংপ্রু মারমা কোষাধক্ষ্য, মর্টিং ত্রিপুরা নির্বাহী সদস্য,কাইথাং খুমী সদস্য, করে ১১ বিশিষ্ঠ কমিটি ঘোষনা করেন।

প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে মংবোওয়াংচিং মারমা অনুপম সভাপতিত্ব করেন। জেলা রিপোর্টার ইউনিট সভাপতি মংসানু মারমা, গাজি টিভি প্রতিনিধি মো: ইসহাক,রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা,একুশে টিভি প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, যায় যায় দিন প্রতিনিধি ক্যমুইঅং মারমা, রোয়াংছড়ি প্রেস ক্লাবের কোষাধক্ষ্য সাথুইঅং মারমা, নির্বাহী সদস্য হ্লাছোরী মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন